Posts

Showing posts from November, 2023

ছোট ছোট প্রশ্ন উত্তর (Short questions and answers)

প্রশ্ন:-   কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায় ? উত্তর:-শিলালিপি নামক প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। প্রশ্ন:-  প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি ? সেটি কার রচনা ? উত্তর:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নামরাজতরঙ্গিনী  । এটিকলহন-এর রচনা । প্রশ্ন:-  ভারতের প্রাচীনতম নাম কি ছিল ? উত্তর:- ভারতের প্রাচীনতম নাম ছিল জম্বুদ্বীপ। প্রশ্ন:-  কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয় ? উত্তর:- পৌরাণিক যুগের সাগর  বংশের সন্তান রাজা ভরতেরনাম অনুসারে আমাদের দেশের নামটি এসেছে ভারত বা ভারতবর্ষ । প্রশ্ন:-   কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান ? উত্তর: -হিমালয় পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান । প্রশ্ন :-   কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে ?  উত্তর:- সিন্ধুনদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে। প্রশ্ন :-  ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন কারা ?...

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা গুলি ।

 📚 সংবিধানে মোট ৪৫০ এর অধিক আর্টিকেল বা অনুচ্ছেদ আছে। সংবিধানের যে ধারাগুলি বিভিন্ন পরিক্ষায় বার বার আসে, শুধুমাত্র সেই ধারাগুলি এখানে তুলে ধরা হলো। এখন এই অনুচ্ছেদগুলি এক নজরে দেখে নিন 📚  👉Article  1: কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম । 👉Article 2ঃ নতুন রাজ্য গঠন । 👉Article  3ঃ নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারন , নামকরন । 👉Article  4ঃ নতুন রাজ্যের আইন রচনা । 👉 Article   (5-11): নাগরিকত্ব 👉Article   ( 12-35): মৌলিক অধিকার । 👉Article  14: আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষনের ব্যবস্থা । 👉Article  15(C): মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষনের ব্যবস্থা । 👉Article  16: সরকারী চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা । 👉Article 17: অস্পৃশ্যতা দূরীকরন । 👉Article  18: বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোন খেতাব দান করতে পারবে না । (রাজা, মহারাজা, পন্ডিত ইত্যাদি বিলোপ করা হল) 👉Article 19:বাক স্বাধীনতার অধিকার । 👉Article 20:অপরাধীর অপরাধ সংক্রান্ত তিনটি অধিকারের কথা আছ...

Constitution of India.

 📚 সংবিধানে মোট ৪৫০ এর অধিক আর্টিকেল বা অনুচ্ছেদ আছে। সংবিধানের যে ধারাগুলি বিভিন্ন পরিক্ষায় বার বার আসে, শুধুমাত্র সেই ধারাগুলি এখানে তুলে ধরা হলো। এখন এই অনুচ্ছেদগুলি এক নজরে দেখে নিন 📚  👉Article  1: কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম । 👉Article 2ঃ নতুন রাজ্য গঠন । 👉Article  3ঃ নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারন , নামকরন । 👉Article  4ঃ নতুন রাজ্যের আইন রচনা । 👉 Article   (5-11): নাগরিকত্ব 👉Article   ( 12-35): মৌলিক অধিকার । 👉Article  14: আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষনের ব্যবস্থা । 👉Article  15(C): মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষনের ব্যবস্থা । 👉Article  16: সরকারী চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা । 👉Article 17: অস্পৃশ্যতা দূরীকরন । 👉Article  18: বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোন খেতাব দান করতে পারবে না । (রাজা, মহারাজা, পন্ডিত ইত্যাদি বিলোপ করা হল) 👉Article 19:বাক স্বাধীনতার অধিকার । 👉Article 20:অপরাধীর অপরাধ সংক্রান্ত তিনটি অধিকারের কথা আছ...