ছোট ছোট প্রশ্ন উত্তর (Short questions and answers)
প্রশ্ন:- কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায় ? উত্তর:-শিলালিপি নামক প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। প্রশ্ন:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি ? সেটি কার রচনা ? উত্তর:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নামরাজতরঙ্গিনী । এটিকলহন-এর রচনা । প্রশ্ন:- ভারতের প্রাচীনতম নাম কি ছিল ? উত্তর:- ভারতের প্রাচীনতম নাম ছিল জম্বুদ্বীপ। প্রশ্ন:- কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয় ? উত্তর:- পৌরাণিক যুগের সাগর বংশের সন্তান রাজা ভরতেরনাম অনুসারে আমাদের দেশের নামটি এসেছে ভারত বা ভারতবর্ষ । প্রশ্ন:- কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান ? উত্তর: -হিমালয় পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান । প্রশ্ন :- কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে ? উত্তর:- সিন্ধুনদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে। প্রশ্ন :- ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন কারা ?...