ছোট ছোট প্রশ্ন উত্তর (Short questions and answers)
প্রশ্ন:- কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায় ?
উত্তর:-শিলালিপি
নামক প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়।
প্রশ্ন:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি ? সেটি কার রচনা ?
উত্তর:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নামরাজতরঙ্গিনী । এটিকলহন-এর রচনা ।
প্রশ্ন:- ভারতের প্রাচীনতম নাম কি ছিল ?
উত্তর:- ভারতের প্রাচীনতম নাম ছিল জম্বুদ্বীপ।
প্রশ্ন:- কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয় ?
উত্তর:- পৌরাণিক যুগের সাগর
বংশের সন্তান রাজা
ভরতেরনাম অনুসারে আমাদের দেশের নামটি এসেছে ভারত বা ভারতবর্ষ ।
প্রশ্ন:- কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান ?
উত্তর: -হিমালয় পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান ।
প্রশ্ন :- কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে ?
উত্তর:- সিন্ধুনদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে।
প্রশ্ন :- ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন কারা ?
উত্তর:- আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় এদেশে আসা গ্রিকরা ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন , মতান্তরে
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে পারস্য সম্রাট দারায়ুস ভারতবর্ষকে
হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন ।
প্রশ্ন:- ভারতকে ‘নৃতত্বের জাদুঘর’ কে বলেছেন ?
উত্তর:- ঐতিহাসিক ভিনসেন্ট
স্মিথ ভারতকে ‘নৃতত্বের জাদুঘর’ বলেছেন।
প্রশ্ন:- দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর ?
উত্তর:- দক্ষিণ ভারতের অধিবাসীরা দ্রাবিড় জাতির বংশধর ।
প্রশ্ন:- ভারতেরবর্ষে মোঙ্গল জাতির বংশধর কারা ?
উত্তর:- আসামি, নেপালি, ভুটিয়া, প্রভৃতি মোঙ্গল জাতির বংশধর ।
প্রশ্ন:- বাঙালিরা কোন জাতির বংশধর?
উত্তর:- বাঙালিরা নেগ্রিটো ও নর্ডিক
জাতির সংমিশ্রিত বংশধর ।
প্রশ্ন:- সাঁওতালরা কোন জাতির বংশধর?
উত্তর:- সাঁওতালরা নেগ্রিটো জাতির বংশধর ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের প্রশস্তিমূলক শিলালিপি গুলির নাম করো।
উত্তর:- (ক) গুপ্ত সম্রাট সমুদ্র গুপ্তের এলাহাবাদ প্রশস্তি (খ) চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি (গ) গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের ভিতারি শিলালিপি (ঘ) গৌতমী বলশ্রী রচিত নাসিক প্রশস্তি।
প্রশ্ন:- কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ?
উত্তর:- উনিশ শতকের খ্যাতনামা প্রত্নতত্ববিদ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ।
প্রশ্ন:- ’ হস্তিগুম্ফা লিপি’ থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায় ?
উত্তর:- ’ হস্তিগুম্ফা লিপি’ থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় ।
প্রশ্ন:- বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?
উত্তর:- উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় ।
প্রশ্ন:-. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম লেখো ।
উত্তর:- তিনটি গিরিপথের নাম -খাইবার,বোলান, ও গোমাল
প্রশ্ন:- দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখো ।
উত্তর:- দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম গোদাবরী।
প্রশ্ন:- ভারতের কোন কোন দিক সমুদ্র দিয়ে বেষ্টিত ?
উত্তর:- দক্ষিণ-পূর্ব , দক্ষিণ-পশ্চিম , দক্ষিণ দিক সমুদ্র দিয়ে বেষ্টিত ।
প্রশ্ন:- কার আমলে জুনাগড় লিপি রচিত হয় ?
উত্তর:-শক সম্রাট (মহাক্ষএপ)।
Comments
Post a Comment