1. পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ? উঃ কাইটিন 2. শ্বেত রক্তকণিকা কবে আবিষ্কৃত হয় ? উঃ ১৯২২ 3. রামমোহন রায় কে ‘ভারত পথিক’ বলে কে সম্মান জানিয়েছেন ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর 4. বাংলা গেজেট পএিকার সম্পাদক কে ? উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্যের 5. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ? উঃ লালা লাজপত রায় 6. ভারতের বিপ্লববাদের জননী নামে খ্যাত ছিলেন ? উঃ মাদাম কামা 7. নিখিল ভারত হোমরুল লীগের প্রতিষ্ঠাতা কে ? উঃ অ্যানি বেসান্ত 8. বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন ? উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

Comments

Popular posts from this blog

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা গুলি ।

Constitution of India.