ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা গুলি ।
📚 সংবিধানে মোট ৪৫০ এর অধিক আর্টিকেল বা অনুচ্ছেদ আছে। সংবিধানের যে ধারাগুলি বিভিন্ন পরিক্ষায় বার বার আসে, শুধুমাত্র সেই ধারাগুলি এখানে তুলে ধরা হলো। এখন এই অনুচ্ছেদগুলি এক নজরে দেখে নিন 📚 👉Article 1: কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম । 👉Article 2ঃ নতুন রাজ্য গঠন । 👉Article 3ঃ নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারন , নামকরন । 👉Article 4ঃ নতুন রাজ্যের আইন রচনা । 👉 Article (5-11): নাগরিকত্ব 👉Article ( 12-35): মৌলিক অধিকার । 👉Article 14: আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষনের ব্যবস্থা । 👉Article 15(C): মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষনের ব্যবস্থা । 👉Article 16: সরকারী চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা । 👉Article 17: অস্পৃশ্যতা দূরীকরন । 👉Article 18: বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোন খেতাব দান করতে পারবে না । (রাজা, মহারাজা, পন্ডিত ইত্যাদি বিলোপ করা হল) 👉Article 19:বাক স্বাধীনতার অধিকার । 👉Article 20:অপরাধীর অপরাধ সংক্রান্ত তিনটি অধিকারের কথা আছে । 👉Article 21:জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্
Excellent. Very nice looking 👌
ReplyDelete