এক নজরে আমাদের এই পশ্চিমবঙ্গঃ
***********Part - 1**************
1. পঃবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন—প্রফুল্ল চন্দ্র ঘোষ
2. পঃবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন—রাজা গোপালাচারী
3. পঃবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন—পদ্মজা নাইডু
4. পঃবঙ্গে সবচেয়ে বেশিদিন রাজ্যপাল ছিলেন—পদ্মজা নাইডু
5. পঃবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী –মমতা ব্যানার্জী
6. মমতা ব্যানার্জী কততম মুখ্যমন্ত্রী হয়েছেন=অষ্টম
7. মমতা ব্যানার্জী প্রথমবার কবে মুখ্যমন্ত্রী হন=2011-এর 20শে মে
8. মমতা ব্যানার্জী দ্বিতীয়বার কবে মুখ্যমন্ত্রী হন=2016-এর 27শে মে
9. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হনকে=মমতা ব্যানার্জী
10. ভারতের প্রথম মহিলা কয়লামন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
11. ভারতের প্রথম মহিলা ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
12. ভারতের প্রথম মহিলা আঞ্চলিক দল তৈরি করেন =মমতা ব্যানার্জী
13. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বাধিক বই লেখেন=মমতা ব্যানার্জী
14. ভারতের প্রথম উচ্চশিক্ষিতা মহিলা মুখ্যমন্ত্রী=মমতা ব্যানার্জী[BA(Hons),MA,LLB]
15. পঃবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন—১৯৫২
16. পঃবঙ্গের প্রথম স্পীকার ছিলেন—শৈল কুমার মুখার্জী
17. পঃবঙ্গের প্রথম ডেপুটি স্পীকার ছিলেন—আশুতোষ মল্লিক
18. পঃবঙ্গের প্রথম উপ মুখ্যমন্ত্রী ছিলেন—জ্যোতি বসু
19. পঃবঙ্গের শেষ উপ মুখ্যমন্ত্রী ছিলেন—বুদ্ধদেব ভট্টাচার্য্য
20. পঃবঙ্গের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন—পান্নালালবোস
21. পঃবঙ্গের প্রথম অর্থমন্ত্রী ছিলেন—অশোক মিত্র
22. পঃবঙ্গের বিধান পরিষদের প্রথম সভাপতি ছিলেন—সুনীতি কুমার চ্যাটার্জী(১৯৫২-৬৫)
23. পঃবঙ্গের জেলা পরিষদ কটি—১৮টি(জেলা—২০টি,কোলকাতা দার্জিলিং –এ নেই)
24. পঃবঙ্গের পঞ্চায়েত সমিতি কটি—৩৪১টি(ব্লক আছে ৩৪১ টি)
25. পঃবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ কোনটি—শিলিগুড়ি.
26. পঃবঙ্গের গ্রাম পঞ্চায়েত কটি—৩৩৫৪টি
27. পঃবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়—১৯৭৮সালে(২০১৩ তে অষ্টম নির্বাচন হয়েছে)
28. পঃবঙ্গের প্রথম বিধানসভা কবে গঠিত হয়-১৮ই জুন ১৯৫২
29. পঃবঙ্গে বর্তমানে কততম বিধানসভা গঠিত হয়েছে—১৬তম(২০১৬তে ১৬তম নির্বাচন হয়েছে)
30. পঃবঙ্গের বিধান পরিষদ কবে গঠিত হয়–৫ই জুন ১৯৫২(সদস্য ছিলেন ৫১ জন)
31. পঃবঙ্গের বিধান পরিষদ কবে অবলুপ্ত হয়—১লা আগষ্ট ১৯৬৯.
32. পঃবঙ্গের পৌরসভা আছে কটি –১২১টি(কর্পোরেশন আছে ৭টি)
33. পঃবঙ্গের বিধান সভার সদস্য সংখ্যা কত—২৯৫(নির্বাচিত-২৯৪+মনোনীত-১)
34. পঃবঙ্গে কতবার জরুরী অবস্থা জারী হয়—৪বার(১৯৬২,৬৮,৭০,৭১)
35. কোলকাতা হাইকোর্টে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন—বার্নেস পীকক ।
...............................................................................
Comments
Post a Comment